Bangladesh-China Friendship Exhibition Centre প্রকল্প
Bangladesh China Friendship Exhibition Centre (BCFEC) নির্মাণ প্রকল্প বাস্তবায়নের জন্য রাজউক কর্তৃক রপ্তানি উন্নয়ন ব্যুরোর অনুকূলে পূর্বাচলের ৪নং সেক্টরে ২০.০০ একর জায়গা বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টার কমপ্লেক্স নির্মাণের জন্য বরাদ্দ প্রদান করা হয়েছে। প্রকল্পটি চীন ও বাংলাদেশ সরকারের আর্থিক সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৭৯৬ কোটি টাকা (তন্মধ্যে চীন সরকার কর্তৃক ৬২৫ কোটি টাকা ও বাংলাদেশ সরকার কর্তৃক ১৭১ কোটি টাকা প্রদেয়)। জমির মুল্য বাবদ রাজউক এর অনুকূলে ব্যুরো কর্তৃক ইতোমধ্যে ১২৮.২৬ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টার কমপ্লেক্স নির্মাণ প্রকল্প বাস্তবায়নের জন্য বাস্তবায়ন চুক্তি অনুযায়ী চীনা পক্ষ নির্মাণ কন্ট্রাক্টর হিসেবে Chinese State Construction Engineering Corporation নামীয় প্রতিষ্ঠান নিয়োগ করেছে। তদানুযায়ী বাংলাদেশ পক্ষ নির্মাণ কন্ট্রাক্টর হিসেবে মনোনীত প্রতিষ্ঠানকে প্রকল্পের জন্য বরাদ্দকৃত জমি গত ১৭ এপ্রিল, ২০১৭ তারিখ হস্তান্তর করেছে। কনস্ট্রাকশন কন্ট্রাক্টর ইতোমধ্যে বরাদ্দকৃত জমির উন্নয়ন কাজের পূর্ব প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে। কনস্ট্রাকশন কাজের জন্য ৯৫৫টি পাইল স্থাপনের কাজ শুরু হয়েছে। প্রকল্প স্থলে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের লক্ষ্যে ১০০০ কেভিএ ট্রান্সফরমার স্থাপনপূ্র্বক বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়েছে। প্রকল্প স্থানে কর্মরত চীনা কর্মকর্তা ও কর্মচারীগণের অবস্থানের জন্য দ্বিতল বিশিষ্ট ৪টি ডরমেটরী, ১টি ক্যান্টিন ও দ্বিতল অফিস কক্ষ নির্মাণ করা হয়েছে।